ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে খালেদা জিয়া জড়িত ছিল: প্রধানমন্ত্রী 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৩, ১৪ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৭:৪৮, ১৪ অক্টোবর ২০১৮

বিডিআর হত্যার সঙ্গে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া জড়িত ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এ হত্যাকাণ্ডের জন্য খালেদা জিয়াকে জবাব দিতে হবে।   

আজ (১৪ অক্টোবর) মাদারীপুরের শিবচরে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।   

স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. শামসুদ্দিন খান এর সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, নূরে আলম চৌধুরী লিটন প্রমুখ।    

প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া বারোটার আগে ঘুম থেকে উঠেন না। কিন্তু যেদিন বিডিআর হত্যাণ্ড হলো সেদিন তিনি ভোরে ঘুম থেকে উঠে গা ঢাকা দিয়েছিলেন। একমাস পর্যন্ত ক্যান্টনমেন্টের বাড়িতে আসেন নি। তা থেকে বুঝা যায় তিনি এই ঘটনার কথা জানতেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা ক্ষমতায় আসার মাত্র ২৫ দিনের মাথায় এ ঘটনা ঘটানো হয়। যাতে করে সরকারকে বিপাকে ফেলা যায়।

উল্লেখ্য ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআর জওয়ানরা বিদ্রোহ করেন। এ ঘটনায় সেদিন ৫৭জন সেনাকর্মকর্তাসহ প্রায় ৭৪ জনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল।

এসি   

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি